বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ - ১১:২৮
সম্ভাব্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের বাইরেও অস্ত্র ব্যবহার করবে ইরান

ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, ভবিষ্যতে ইসরাইলি শাসনের সঙ্গে যুদ্ধে ইরান কেবল ক্ষেপণাস্ত্র নয়, অন্যান্য ধরনের আধুনিক অস্ত্রও ব্যবহার করবে।

হাওজা নিউজ এজেন্সি: তিনি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “১২ দিনের পবিত্র প্রতিরোধযুদ্ধে আমরা মূলত ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুর মোকাবিলা করেছি। তবে ভবিষ্যতের যুদ্ধে, প্রয়োজন হলে, শত্রুকে অন্যান্য ক্ষেত্রেও প্রতিহত করা হবে।”

তিনি সতর্ক করে আরও বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, যদি শত্রু কোনো পদক্ষেপ নেয়, তারা কঠোর ও অনুতাপজনক জবাব পাবে।”

পুরদাস্তান ইরানি জনগণকে আশ্বস্ত করেছেন যে সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যেকোনো সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

গত ১৩ জুন ইসরাইল বিনা উসকানিতে ইরানের ওপর হামলা চালায়, যা ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। এ সংঘাতে অন্তত ১,০৬৪ জন নিহত হন—যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও ছিলেন। এ সময়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়।

জবাবে ইরানি বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কৌশলগত স্থাপনা এবং কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি—যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি—লক্ষ করে হামলা চালায়। অবশেষে ২৪ জুন ইরানের সফল পাল্টা অভিযানের ফলে ইসরাইল ও যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করতে বাধ্য হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha